অ্যাপলের ত্রুটি ধরলে ১ মিলিয়ন ডলার

১০ আগষ্ট, ২০১৯ ১১:৫২  
নিজেদের ডিভাইসে ত্রুটি খুঁজে বের করলে ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। বৃহস্পতিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বার্ষিক ব্ল্যাক হ্যাট অধিবেশনে সকল গবেষকদের উদ্দেশে এ কথা জানায় মার্কিন এই টেক জায়ান্ট। ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ফোনের নিরাপত্তা ভাঙতে সরকারি উদ্যোগ নিয়ে চরম অসন্তুষ্টির মধ্যেই এই পুরস্কারের ঘোষণা দিলো তারা। সিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বে যখন সোশ্যাল মিডিয়াসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তখনই এমন ঘোষণা দিয়েছে অ্যাপল। মূলত এর মাধ্যমে অ্যাপল তাদের সিস্টেমকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা গবেষকদের উদ্দেশে এ ঘোষণা দেয়া। এর আগে এই পুরস্কার শুধুমাত্র নির্দিষ্ট গবেষকদের জন্য নির্ধারণ করা হয়েছিল। আর এটাই হ্যাকারদের বিরুদ্ধে ত্রুটি খুঁজে বের করার জন্য এ পর্যন্ত ঘোষিত সবচেয়ে বড় অংকের পুরস্কার।